ইউটিউবে সক্রিয় হওয়ার সিদ্ধান্ত আঁখির
1 min read
“আঁখি আলমগীর অফিসিয়াল” নামের একটি ইউটিউব চ্যানেল আছে আঁখি’র। দীর্ঘ দিন চ্যানেলটির কার্যক্রম না থাকলেও, সম্প্রিতি তিনি ইউটিউব চ্যানেল সক্রিয়ভাবে পরিচালনার সিদ্ধান্ত নিয়েছেন ।
১৪-০২-২০২১ ইং তারিখে ভালোবাসা দিবসে “নিয়ম ভেঙে আবার” শিরোনামের একটি গান তার “আঁখি আলমগীর অফিসিয়াল” ইউটিউব চ্যানেলে প্রকাশ করেছেন। গানটি প্রকাশ হওয়ার পর থেকেই শ্রোতাদের কাছে থেকে ব্যাপক সাড়া পাচ্ছেন তিনি।
এই গানের কারণে নতুন শ্রোতাদের কাছে তার চ্যানেলটিও দারুণ পরিচিতি পেয়েছে। এখন থেকে নিয়মিত এই ইউটিউব চ্যানেলে নতুন গান প্রকাশ করবেন আঁখি আলমগীর।
ইউটিউব চ্যানেল এর বিষয়ে তিনি জানান অনেক আগেই “আঁখি আলমগীর অফিসিয়াল” নামের চ্যানেলটি তৈরি হলেও এতদিন এটির কার্যক্রম গতিশীল ছিল না। কিন্তু নতুন সিদ্ধান্ত হচ্ছে এখন থেকে নিয়মিত ভিডিওসহ নতুন গান প্রকাশ করব আমি। কারণ শ্রোতারা আমার গান বেশ আগ্রহ নিয়েই শোনেন। এ পর্যন্ত শ্রোতাদের কাছে আকাশচুম্বি ভালোবাসা পেয়েছি। তাদের কাছে আমি জীবনভর কৃতজ্ঞ থাকব। যতদিন বেঁচে আছি ততদিন গানেই নিয়মিত থাকব।