২২ থেকে ২৯ মে পর্যন্ত বিলম্ব ফি ছাড়া মাধ্যমিকের ফরম পূরণের সুযোগ
1 min read
করোনা মহামারীতে স্থগিত হওয়া এসএসসি পরীক্ষার ফরম ২২ থেকে ২৯ মে পর্যন্ত বিলম্ব ফি ছাড়াই পূরণ করতে পারবে শিক্ষার্থীরা।
গত ৬ মে ২০২১ বৃহস্পতিবার ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম আমিরুল ইসলাম স্বাক্ষরিত এক চিঠিতে বলা হয়, গত ১ থেকে ৮ এপ্রিল পর্যন্ত এসএসসি পরীক্ষা ২০২১-এর ফরম পূরণ সম্পন্ন হয়েছে। কিন্তু অনেক শিক্ষার্থী করোনা ভাইরাস পরিস্থিতির কারণে উল্লেখিত সময়ে ফরম পূরণ করতে পারেনি।
যেসকল শিক্ষার্থী ওই সময়ে ফরম পূরণ করতে পারেনি, তারা ২২ থেকে ২৯ মে পর্যন্ত বিলম্ব ফি ছাড়া অনলাইনে ফরম পূরণ করে নিতে পারবেন। ৩০ মে অনলাইনে ফি জমা দেওয়ার শেষ তারিখ ।
শিক্ষার্থীদের কাছে থেকে ফরম পূরণের ক্ষেত্রে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও উল্লেখ রয়েছে চিঠিতে।