রাজনীতিবিদদের জনগণের জন্য রাজনীতি করার আহ্বান-গোলাম রাব্বানীর
1 min read
গোলাম রাব্বানী: সামাজিক যোগাযোগ মাধ্যম আর অবাধ তথ্যপ্রবাহের এই ডিজিটাল যুগে চুলের গোঁড়ার ড্রানড্রাফটিও লুকানো যায়না। দু’দিন আগে আর পরে, কে কেমন, কারা নিজের আখের গোছাতে ব্যক্তিকেন্দ্রিক আর কারা ত্যাগ স্বীকার করে দেশ ও গণমানুষের জন্য রাজনীতি করে সেটা সবাই ঠিক জানবে-বুঝবে।
উন্নত-সমৃদ্ধ দেশ গড়তে সময়ের প্রয়োজনেই, আগামীর মেধাবী ও সচেতন প্রজন্ম জনসম্পৃক্ত ও জনবান্ধব নেতৃত্বকেই বেছে নেবে।
বঙ্গবন্ধু আমাদের কাছে পবিত্র আমানত হিসেবে যে ৫৬ হাজার বর্গমাইলের স্বাধীন সার্বভৌম ভূ-খণ্ড দিয়ে গেছেন, এর নাম ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ’; আপাতদৃষ্টিতে যত যাই মনে হোক, সবাইকে কিন্তু সেই জনগণের কাছেই ফিরতে হবে!
নিজেকে ‘রাজনীতিবিদ’ পরিচয় দিয়ে, যদি সামনে ‘ভাই’ আর পিছনে ‘শালা’ ডাক শুনতে না চান, শুধরে যান। জনগণের পালস বুঝে, তাদের ভালোমন্দ সুবিধা অসুবিধার কথা ভাবুন। নিজের জন্য নয়, জনগণের জন্য রাজনীতি করুন।
আপনার আজকের কর্ম ও আচরণ নির্ধারণ করবে, ইতিহাস আপনাকে কিভাবে মনে রাখবে বা আদৌ মনে রাখবে কিনা!
লেখক: সাবেক সাধারণ সম্পাদক, বাংলাদেশ ছাত্রলীগ।