নতুন সাঁজে সেজেছে পবিপ্রবি

জহির, পবিপ্রবি প্রতিনিধি : পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যলয় (পবিপ্রবি) সেজেছে আজ নতুন সাঁজে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০২ তম শুভ জন্মদিন উপলক্ষে দক্ষিণবঙ্গের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ পবিপ্রবিতে বইছে আজ বিভিন্ন রঙের আলোর মেলা। লাল, নীল, হলুদসহ বিভিন্ন রঙিন বাতির আলোতে পবিপ্রবির ক্যাম্পাস আজ আলোকিত।
১৭ মার্চ উপলক্ষে এই আলোকসজ্জা বন্ধ ক্যাম্পাসে মনে হচ্ছে প্রাণের স্পন্দন সৃষ্টি করেছে। মনে হচ্ছে ঘুমন্ত ক্যাম্পাস আজ জীবন ফিরে পেয়েছে। রাতের আঁধারকে দূরীভূত করে এই আলোকসজ্জা পবিপ্রবি ক্যাম্পাসকে করেছে উজ্জীবিত।
দিনটি উদযাপন করতে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গ্রহণ করেছে নানা কর্মসূচী। আয়োজন করেছে শিক্ষার্থীদের জন্য বক্তৃতা অনুষ্ঠান, উন্মোচন করবে দেয়ালিকা।