এসএসসি পরীক্ষার্থী দুই বন্ধু দুর্ঘটনায় নিহত
1 min read
নড়িয়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় মারা গেছে এসএসসি পরীক্ষার্থী দুই বন্ধু। শুক্রবার (১৬ এপ্রিল) রাত ৯টার দিকে শরীয়তপুরের নড়িয়া উপজেলার রাজনগর ইউনিয়নের শরীয়তপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কের বেইলি ব্রিজ এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে বলে এলাকাবাসী জানিয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, বায়েজিদ সিকদার (১৭) ও অভি আকন (১৬) এর মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছের সঙ্গে ধাক্কা লেগে আরোহী দুই বন্ধু গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক বায়জিদ শিকদার (১৭) কে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় আহত অপর মোটরসাইকেল আরোহী অভি আকন (১৬) কে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল হাসপাতালে প্রেরণ করেন। পরে ঢাকা নেয়ার পথে ফেরিতেই মারা যায় অভি।
UniversityLive24/AL-FAYSAL